বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বহু শিক্ষা প্রতিষ্ঠান, নিজের টাকা ও জমিদানের মাধ্যমে সড়কসহ নির্মাণসহ জনক্যাণমূলক কাজের জন্য মৃত্যুর ৫৩ বছর পরও অমর হয়ে আছেন দানবীর অদুদ চৌধুরী। যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে, ততদিন তিন স্মরণীয় হয়ে থাকবেন।অদুদ চৌধুরী আজ নেই,তার স্মৃতিগুলো মনের মধ্যে রয়েছে।
গতকাল শনিবার দুপুরে রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ফতেহনগর অদুদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অদুদ চৌধুরীর অবদান শীর্ষক আলোচনা সভা উপলক্ষ্যে আলহাজ্ব সৈয়দ আবদুল অদুদ ৫৩তম মৃত্যুবার্ষিকী উদ্যাপন পরিষদ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে বিএনপি নেতা দিদারুল আলম ও ছাত্রদল নেতা ফরিদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার ফরিদুল আলম চৌধুরী, অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মান্নান, দীপক কুমার,বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সেলিম উদ্দিন, খোন্দকার দিদারুল আলম, আহম্মদ সগির, জীবন বীমা সাবেক ম্যানেজার নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, আবু জাফর চৌধুরী, সৈয়দ মঞ্জরুল হক, ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, মোসলেম উদ্দিন,জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, খোরশেদ তালুকদার, মুছা মেম্বার,একরাম মিয়া, মহিউদ্দিন জীবন, রাসেল খাঁন, ছোটন আজম, মাওলানা দিদারুল আলম ওয়াহেদী প্রমুখ।
এছাড়াও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করেন।
মন্তব্য করুন