ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

দাঁতমারায় ছয় লাখ টাকার রাবার উদ্ধার

কামরুল হাসান, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ২৩, ০২:৪০ অপরাহ্ন
#

দেশের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য চালু হলো স্মার্ট ইজি হেলথ কার্ড। এ উদ্যোগটি নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান স্মার্ট ইজি হেলথ বাংলাদেশ লিমিটেড। এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবার জন্য বিশেষ সুবিধা উপভোগ করতে পারবে।

স্মার্ট ইজি হেলথ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি এখন থেকে জেনিথ লাইফের ইন্সুরেন্স সেবা সাধারণ গ্রাহকদের মাঝে বিক্রি করতে পারবে। ধাপে ধাপে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও এ সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

৩ থেকে ২৮ বছর বয়সী শিক্ষার্থীরা বাৎসরিক মাত্র ৬৫০ টাকার সার্ভিস চার্জের বিনিময়ে স্টুডেন্ট হেলথ কার্ড গ্রহণ করতে পারবে। এক বছরের মেয়াদি এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার জন্য সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত হেলথ কভারেজ পাবে। এছাড়া, কার্ডধারীর মৃত্যুর ক্ষেত্রে এক লাখ টাকা পর্যন্ত মৃত্যুদাবি সুবিধা দেওয়া হবে।

স্মার্ট ইজি হেলথ বাংলাদেশ লিমিটেডের চন্দনাইশ উপজেলার মনিটরিং অফিসার নুরুল ইসলাম হিরো জানান, প্রতিষ্ঠানটি দেশের প্রতিটি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের পাশাপাশি ১৮ থেকে ৫৯ বছর বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি নির্দিষ্ট সার্ভিস চার্জের বিনিময়ে স্মার্ট ইজি হেলথ কার্ড নিতে পারবেন।

বেসরকারি এই প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের অনুমতিক্রমে একটি স্টার্টআপ কোম্পানি হিসেবে কাজ করছে। স্মার্ট ইজি হেলথ কার্ডের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে শহর থেকে গ্রাম পর্যন্ত প্রচারণা চালানো হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video