দক্ষিণ রাউজানে পাঁচখাইন হরগৌরী সংঘের নবনির্বাচিত কমিটির শুভ অভিষেক, বাসন্তী পূজা ও বসন্ত উৎসব ৩ থেকে ৭ এপ্রিল বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ৫ এপ্রিল শনিবার অষ্টমীতে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল মাঙ্গলিক পূজার্চনা, জাগরণ, পুঁথিপাঠ, মঙ্গল প্রদীপ প্রজ্বোলন, উদ্বোধনী গীতাপাঠ, ভোগারতি, প্রসাদ আস্বাদন, অভিষেক, শপথ গ্রহণ, আলোচনা, গুণীজন সংবর্ধনা, ঢাকের আরতি ও বিশ্বশান্তি বাণীপাঠ।
পাঁচখাইন হরগৌরী সংঘের নবনির্বাচিত কমিটির সভাপতি দিলীপ নাথের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বিজয় কৃষ্ণ শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক, আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক ও আশীর্বাদক হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক আলোচনা ও শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট গীতামৃত পরিবেশক, ভাগবতীয় বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডা. শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ।
প্রধান অতিথি ছিলেন পাঁচখাইন হরগৌরী সংঘের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ডা. রাষ্ঠন দেবনাথ।
বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ডা. রতন দেবনাথ, প্রধান শিক্ষক সুভাষ দেবনাথ, নারায়ণ প্রসাদ চক্রবর্তী, কার্তিক নাথ, নিদান বন্ধু নাথ, অজিত নাথ, কালী চরণ নাথ, ডা. বাদল নাথ, ননী গোপাল নাথ, প্রফুল্ল শীল, সন্তোষ শীল।
প্রধান ধর্মীয় আলোচক ছিলেন দক্ষিণ রাউজান গীতা শিক্ষা কমিটির সভাপতি জে.কে শর্মা জনি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মকর্তা পিকলু দেবনাথ, গোবিন্দ নাথ, কাজল নাথ, সুজন নাথ, বিপ্লব কৃষ্ণ শীল, সুদীপ্ত নাথ প্রমুখ।
উক্ত মহতী আয়োজনে দূর-দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে।
মন্তব্য করুন