চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ বগাবিলী নিউ স্টার ক্লাবের আয়োজনে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় বগাবিলী দরগাহ টিলা মাজার সংলগ্ন মাঠে ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে খেলার শুভ উদ্বোধন করা হয়। খেলায় রাজানগর ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মোট ২৩টি দল অংশগ্রহণ করে। এ খেলাটি চলবে রাতব্যাপী।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাজানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ইউনুস, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য মাসুদ সাকু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন লিটন, প্রবাসী আব্দুস সালাম, প্রবাসী আবু তৈয়্যব, নঈম উদ্দিন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ ওসমান, মুহাম্মদ কাউছার, আরমান প্রমুখও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন