ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৭ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটিতে লিয়াকত আলী পদত্যাগ করলেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০২, ০৮:৩৭ অপরাহ্ন
#

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেলো বাঁশখালীর দুই নেতা, তবে কমিটিতে আসা পদকে "যাকাতি পদ" আখ্যা দিয়ে পদত্যাগের ঘোষণা দিলো লিয়াকত।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে ঘোষিত ৫ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছে বিএনপি নেতা লিয়াকত আলী এবং সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ বাঁশখালীর দুই নেতা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত অনুমোদিত ও ঘোষিত ৫ সদস্যের এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেলেও তাতে সন্তুষ্টি হননি গণ্ডামারা ইউনিয়ন পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লিয়াকত আলী।

কমিটিতে আসা এই পদকে "যাকাতি পদ" হিসেবে আখ্যা দিয়ে তার ব্যক্তিগত ফেসবুক ভেরিফাইড আইডি (Mohammad Liaquat Ali) তে পোস্ট করে বিএনপির এই নেতা বলেন, দল আমাকে মূল্যায়ন করার অনেক চেষ্টা করেছে, আমাকে দেয়া যাকাতি পদটি অন্য কাউকে দিয়ে খুশি করুন, আমি পদত্যাগ করলাম। এর কয়েক মিনিট পর একই আইডি থেকে আরও একটি পোস্টে লিয়াকত আলী লিখেন, দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে যে লিয়াকত দেখা যাচ্ছে সেটি আমি নই। এই নিয়ে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমও সরগরম হয়ে উঠেছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদপ্রাপ্ত বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লিয়াকত আলী। কেন্দ্র থেকে ইদ্রীস মিয়াকে আহ্বায়ক, আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, লিয়াকত হোসেন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহ্বায়ক এবং লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণার পরপরই লিয়াকত আলী এই কমিটি প্রত্যাখান করে তার ভেরিফাই ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে কমিটিতে থেকে পদত্যাগের ঘোষণা দেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণার পর দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর ছোট ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরীর সমর্থকদের মাঝে উল্লাস দেখা গেলেও লিয়াকত ও তার সমর্থকরা এই কমিটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। লিয়াকত আলীর সমর্থকদের কেউ কেউ হতাশা প্রকাশ করে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানাতেও দেখা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video