ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রাঙ্গুনিয়ায় লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১৮, ০২:২৪ অপরাহ্ন
#

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১ নম্বর রাজানগর ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার ঐতিহ্যবাহী রানীরহাট বাজারের দোকানদার ও সাধারণ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী।

এ সময় রাজানগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মুহাম্মদ রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রেজাউল করিম, জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আকবর, সদস্য মাসুদ সাকু, রাজানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন লিটন, সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী, সহ-সভাপতি জমির, সাংগঠনিক সম্পাদক নুর সৈয়দ, সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা, প্রচার সম্পাদক খোকন প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video