তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বাঁশখালী থানা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাঁশখালী থানা প্রাঙ্গণে তারুণ্যের উৎসব ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম, সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভুমি জসিম উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনী বাঁশখালীতে দায়িত্বপূর্ণ ক্যাপ্টেন ছালেহ মোহাম্মদ নুরুল ওয়াহাব।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসেন চাটগামী, সহ-সভাপতি শাহ মোহাম্মদ শফিউল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোহাম্মদ জিসান।
এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুধাংশু শেখর হালদার, রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার বাকচী, থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়েকোবাদ, বাহারচড়া ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মজনু মিয়া, ট্রাফিক সার্জেন্ট রুবেল হোসেন, এসআই সরওয়ার, এসআই লুৎফুর রহমান, এসআই শাখাওয়াত হোসেন, এসআই জাহাঙ্গীর, এসআই দয়াল চন্দ্র ভূমিক, বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতলব কালু, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ এরশাদ, কোষাধ্যক্ষ মুহাম্মদ দিদার হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল উদ্দিন প্রমুখসহ থানা পুলিশ সদস্যরা, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিসহ প্রশাসনের উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ৮টি টিম প্রতিদ্বন্দ্বিতা করেন, তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সর্বশেষ ফাইনালে উত্তীর্ণ হন বাঁশখালী থানা টিম এবং বাঁশখালী প্রেসক্লাব টিম। ফাইনালে বাঁশখালী প্রেসক্লাব টিমকে হারিয়ে জয় লাভ করেছে বাঁশখালী থানা টিম। উক্ত খেলায় বিজয়ী ও রানার্সআপ টিমসহ খেলায় অংশগ্রহণকারী সকল টিমকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া উপস্থিত অতিথিরাসহ গণমাধ্যমকর্মীদেরকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন