ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মে ১৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ঢাকা যাওয়ার পথে সলিমপুরের ৬৩ বাসিন্দা আটক 

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ সেপ্টেম্বর ১১, ০৪:১৮ অপরাহ্ন
#

মানববন্ধনের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পথে জঙ্গল সলিমপুরের ৬৩ জন বাসিন্দাকে আটক করেছে সীতাকুণ্ড   থানা পুলিশ।  

শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, শান্তি পরিবহন ও পাহাড়িকা পরিবহনের দুটি বাস থেকে জঙ্গল সলিমপুরের ৬৩ জনকে আটক করা হয়। আটককৃতদের সীতাকুণ্ড থানায় নিয়ে আসা হয়। যাচাই-বাছাই শেষে নিরপরাধ কেউ থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে।

থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, আটক ৬৩ জনের মধ্যে ৬১ জনকে গত ২৩ আগস্ট ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৫ ঘণ্টা অবরোধ করে রাখা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video