ডিজিটাল যুগে চট্টগ্রাম পিছিয়ে থাকতে পারে না : চসিক প্রশাসক
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : সোমবার, ২০২০ নভেম্বর ১৬, ১২:৪১ অপরাহ্ন
#
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ বিনির্মানের স্বপ্ন পূরণ করতে এবঅং বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে সামিল হতে হলে সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। এ বাস্তবতায় দেশের অর্থনৈতিক হৃদপিন্ড এবং ৮০ শতাংশেরও বেশি জাতীয় আয়ের উৎস বন্দর নগরী চট্টগ্রাম আগামীতে ডিজিটাল ব্যবসায়-বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। তাই অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় ডিজিটাল যুগে চট্টগ্রাম পিছিয়ে থাকতে পারে না। এজন্য প্রয়োজন স্থাপনা অবকাঠামো নির্মাণ চর্চা ও গবেষণার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা। এসব বিষয় মাথায় রেখে কোন শর্ত ও বিধি-বিধান ছাড়াই সিটি কর্পোরেশন নগরীতে হাইটেক পাওয়ার পার্ক স্থাপনের জন্যে বাংলাদেশ হাইটেক পাওয়ার কর্তৃপক্ষকে ন্যূনতম ভাড়ায় ১২ একর জমি দিয়েছে ।
তিনি আজ সকালে টাইগারপাসস্থ প্রশাসক দপ্তরে আইসিটি ডিভিশনের নিয়ন্ত্রণাধীন হাইটেক পাওয়ার পার্কের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগমের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সাথে সাক্ষাতকালে এসব কথা বলেন।
তিনি বলেন, শীঘ্রই মিরসরাইতে অর্থনৈতিক অঞ্চল হতে যাচ্ছে। কর্ণফুলীর তলদেশ দিয়ে ট্যানেল নির্মাণ শেষ হলে নদীর দক্ষিণ তীরে একাধিক অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। ইতোমধ্যে এ অঞ্চলে ১২টি দেশ থেকে বড় অংকের বিনিয়োগ প্রস্তাব এসেছে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলসহ এসব স্থানগুলো অচিরেই শিল্পনগরীতে পরিণত হবে। তিনি বলেন, আগামীতে এ সকল শিল্প নগরীসহ চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচল ও সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম তথ্য প্রযুক্তি নির্ভর হবে। এছাড়াও শিল্প বাণিজ্যসহ চট্টগ্রামের সকল আর্থ-সামাজিক উন্নয়নে প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার অনিবার্য হয়ে উঠবে।
কর্পোরেশনের নিজস্ব ১১ দশমিক ৫৫ একর জায়গায় ২০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের পথে রয়েছে বলে হাইটেক পাওয়ার পার্কের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম চসিক প্রশাসককে অবহিত করেন। তিনি বলেন, শীঘ্রই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এ পার্ক পরিদর্শন করবেন। সচিব এ পার্কের জন্য প্রতি বর্গফুট জায়গার ভাড়া ৩০ টাকার পরিবর্তে ২৫ টাকা ধার্য করার জন্য প্রস্তাব করলে চসিক প্রশাসক তাতে সায় দেন।
সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমেদ পিএসসি, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন