ডা. শাহাদাত হোসেনের ইশতেহার ঘোষণা : ৭৫ প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : শনিবার, ২০২১ জানুয়ারী ২৩, ০৩:২২ অপরাহ্ন
#
জলাবদ্ধতামুক্ত, স্বাস্থ্যকর, শিক্ষাবান্ধব, গৃহ কর ও আবাসন সুবিধা, পরিচ্ছন্ন চট্টগ্রাম, নিরাপদ, সাম্য-সম্প্রীতির, নান্দনিক পর্যটন নগর এবং তথ্য প্রযুক্তি সমৃদ্ধ চট্টগ্রাম গড়তে ৭৫ দফা ইশতেহার ঘোষণা করেছে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১২টায় নগরের জামালখান এলাকার একটি রেস্টুরেন্টে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। এসময় তিনি নির্বাচিত হলে সব পুরনো মেয়রদের সাথে সমন্বয় করে চট্টগ্রামের উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন।
লিখিত বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, ‘নগর পিতা নয়, আমি নগর সেবক হতে চাই। ছাত্র জীবন থেকে চেষ্টা করেছি চট্টগ্রামের গণমানুষের পাশে দাঁড়াতে। নির্যাতিত, নীপিড়িত মানুষের সুখ দুঃখের সাথী হতে।
তিনি আরো বলেন, একজন ডাক্তার হিসেবে আমি স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারবো বলে মনে করি। একটি পরিচ্ছন্ন নগর এবং নগরবাসীর উন্নত জীবন গড়তে শিক্ষা, স্বাস্থ্য, জীবন ও সম্পদের নিরাপত্তা, নগরের সৌন্দৰ্য্যবৃদ্ধি, অসাম্প্রদায়িক পরিবেশ, নাগরিক বিনােদন, কর্মসংস্থান, পরিবেশ দূষণ ও ভেজালমুক্ত করণ, টেন্ডারবাজি ও চাঁদাবাজমুক্ত করণ, সর্বপ্রকার স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণ, সর্বোপরি কর্পোরেশনের সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও সুষম বণ্টন এবং নগরবাসীকে অন্যায্য কর আরােপ হতে ভারমুক্ত রাখা সহ প্রভূত উদ্যোগ নেয়া হবে। অবৈধ দখল উচ্ছেদ, স্বজনপ্রীতি মুক্ত করণ এবং জলাবদ্ধতা নিরসন চ্যালেঞ্জ-উত্তরণে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক এমপি (লক্ষীপুর) শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সদস্য সচিব আবুল হাসেম বক্কর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।
মন্তব্য করুন