ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

টঙ্গি ইজতেমায় সা’দপন্থীদের হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ১৪, ১২:৪০ অপরাহ্ন
#

টঙ্গির ইজতিমা ময়দানে তাবলীগ জামাতের জোড়ে অংশগ্রহণকারী উলামায়ে কেরামের উপর বিভ্রান্ত সা’দপন্থীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বাদে জুমা হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা আয়োজনে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। 

হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা কাজী শফিউল্লাহ সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে মাওলানা শফিউল্লাহ, মাওলানা ওজাইর হামেদী, মাওলানা আসাদ উল্লাহ, মাওলানা হাফেজ আমিনুল হক, মাওলানা জিহাদুল ইসলাম, মাওলানা আবরার কাউসার, মাওঃ আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

তারা বলেন, ভারতীয় নাগরিক সাদ কোনো আলেম না। তিনি আমেরিকা ও ইহুদিদের ইন্ধনে বাংলাদেশের তবলিগ জামায়াতকে বিভক্ত করতে কাজ করছেন। ভারতীয় মুসলিম বিদ্বেষীদের হয়ে ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে হামলা চালিয়ে দেশের শত শত আলেমকে রক্তাক্ত করে।  তবলিগ জামায়াতের শত বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করতেই সাদপন্থীরা কাজ করছে। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র কোনো দিন মেনে নেবে না।দ্রুত সময়ের মধ্যে তবলিগ জামায়াত নিয়ে ষড়যন্ত্রকারী সাদপন্থীদের নিষিদ্ধ ও হামলায় জড়িতদের গ্রেফতার করার দাবি জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড কলেজ গেইট দিয়ে কাচারি সড়ক হয়ে পুনরায় ডাকবাংলো চত্বরে এসে মাও. হাফিজুর রহমানের পরিচালনায় দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় এবং সবশেষে সাদপন্থী নেতা ওয়াসিফুল ইসলাম, আব্দুল্লাহ মনসুর, রেজা আরিফ গংদের আসন্ন টঙ্গী ইজতেমা-২০২৫ ভঙ্গুরের হুমকির বিষয়ে হাটহাজারী মডেল থানায় উপস্থিত হয়ে চট্টগ্রাম পুলিশ সুপার বরাবরে হাটহাজারী এলাকাবাসীর পক্ষে মাও.জোহাইর আহমেদ, মাও.আসাদ উল্লাহ, কামরুল ইসলাম, খোরশেদ,মো.নুরুল ইসলাম, মো.মোরশেদ ইসলাম একটি স্মারকলিপি দেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video