ঢাকা , শনিবার, ২০২৫ এপ্রিল ১৯, ৬ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

জামিনে মুক্ত বিএনপির ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মে ১৯, ০৬:৫৬ অপরাহ্ন
#
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে বেরিয়ে তিনি সরাসরি বাসায় চলে যান। এ সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল জেল গেটে। নগর বিএনপির সাবেক দফতর সম্পাদক ইদরিস আলী জানান, উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর মুক্তি পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। এখন তিনি বাসায় অবস্থান করছেন। গত ২৯ মার্চ কাজীর দেউড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সন্ধ্যায় ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় দুটি মামলা ছাড়াও নগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক, নারীনেত্রী লুসি খানের ১ কোটি টাকা চাঁদা দাবির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video