ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মার্চ ১৩, ২৮ ফাল্গুন ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

জামায়াতের উদ্যোগে আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ১২, ১০:১৩ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ড, নিঃস্ব পরিবারকে জামায়াতের সহায়তা

বুধবার (১২ মার্চ) দুপুর ১২টায় আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডে আবু তৈয়বের ঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মংসুইনু মারমা।

অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। সংগঠনের জুঁইদন্ডী ইউনিয়ন শাখার পক্ষ থেকে পরিবারটিকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং ওয়ার্ডের সভাপতি ও ইউপি সদস্য নুরুন্নবী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেন। এছাড়াও জামায়াতের উপজেলা কর্ম পরিষদের সদস্য আতিক জামালীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video