ফটিকছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপুর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৭ মার্চ) শুক্রবার বিকেলে ধর্মপুর আজাদী বাজারের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী ধর্মপুর ইউনিয়ন শাখার সভাপতি আবু জাফর মোহাম্মদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যক্ষ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, ফটিকছড়ি উপজেলার আমীর নাজিম উদ্দিন ইমু, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইউসুফ বিন সিরাজ, প্রাক্তন আমির মাওলানা নুরুল আলম আজাদ, জামায়াতে ইসলামী শিল্প ও বানিজ্য শাখার চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রহিম, মসজিদ মিশন ফটিকছড়ি উপজেলার সভাপতি মাওলানা তৈয়ব নূরী, আদর্শ শিক্ষক পরিষদ ফটিকছড়ি উপজেলার সভাপতি অধ্যাপক মোঃ সেলিম, মুরাদপুর-চান্দগাঁও অঞ্চল সিবিএফ এর সভাপতি মোঃ রাশেদুল আজম মনজুর, পাঁচলাইশ অঞ্চল, সিবিএফ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন, জামায়াতে ইসলামী আবদুল্লাহপুর ইউনিয়নের সভাপতি মাওলানা নুরুল আলম, সভাপতি, বক্তপুর ইউনিয়নের সভাপতি ফজলুল কাদের, জাফত নগর ইউনিয়নের সভাপতি আওয়াল আলী প্রমুখ আজাদী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইউছুপ বাবুল ও সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন ফতেনগর আইনুল ইসলাম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কাউছার।
মন্তব্য করুন