গতকাল ০৭ মার্চ জাফরাবাদ দায়েমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈলতলী ইউনিয়ন জামায়াতের সভাপতি কায়েদে আজম এর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা ছাত্রশিবির নেতা মোকাম্মেলের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুবউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল খালেক নিজামী, বিশিষ্ট শিল্পপতি আব্দুল মান্নান, সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুর রহমান, অধ্যক্ষ মাওলানা হোসেন রুমী, মানবকল্যাণ পরিষদের দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, বৈলতলী ৯নং ওয়ার্ড সভাপতি ইমরান উদ্দিন রাজু, মাওলানা ছাবের আহমেদ, মাওলানা নূর হোছাইন ফারুকী, বিজিসি ট্রাস্টের লেকচারার হাবিবুল বাশার, ওয়াহেদ ভূঁইয়া, সাংবাদিক জিয়া উদ্দিন ও আজগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন