ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

জনতার তোপের মুখে ‘ওসি’ নেজাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ০৬, ০৪:৫১ অপরাহ্ন
#

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে স্থানীয় জনতা ধরিয়ে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক ওসি নেজাম উদ্দীন দুপুরের সময় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে উপস্থিত হন। এ সময় বিক্ষুব্ধ স্থানীয় জনতা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার কলার ধরে টেনে-হিঁচড়ে শার্ট ছিঁড়ে ফেলেন।

মহানগরের বিভিন্ন থানায় ওসি থাকাকালীন সময়কালে তার বিরুদ্ধে নির্যাতনের নানা অভিযোগ ছিল। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বাংলানিউজকে জানান, "আমরা স্যারকে হেফাজতে নিয়েছি। তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই, তবে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।"

নেজাম উদ্দীন সর্বশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কোতোয়ালী, বাকলিয়া এবং সদরঘাট থানাতেও ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video