বাংলাদেশ জামায়াতে ইসলামী ছিপাতলী ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) ছিপাতলী বোয়ালিয়ারমুখ বাজার চত্বরে ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং হাটহাজারী মেম্বার সমিতির সভাপতি ও ছিপাতলী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জিয়া হায়দারের পরিচালনায় এই আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নূরুন্নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা জামাল হুসাইন এবং হাটহাজারী পৌরসভা শাখার আমির মাস্টার মাহমুদুল করিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ, সহকারী সম্পাদক মোহাম্মদ আলমগীর, বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ বেলাল, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, অফিস সম্পাদক মোহাম্মদ এখতিয়ার, ছাত্রবিষয়ক সম্পাদক মো. নূর উদ্দিন মাস্টার প্রমুখ।
মন্তব্য করুন