ঢাকা , শনিবার, ২০২৫ এপ্রিল ১২, ২৯ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে ৩০ জন চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ০২:৪০ অপরাহ্ন
#

গতকাল ২১ ফেব্রুয়ারী নগরীর শেভরন আই হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারে পরিষদের সহ সভাপতি ও চট্টগ্রাম ১৪, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. শাহাদাত হোসেন এর তত্বাবধানে চন্দনাইশ উপজেলার কেশুয়া ও বরমা এলাকার ৩০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। এতে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, চন্দনাইশ উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুবউদ্দিন, পরিষদের সহ সভাপতি মাস্টার নুরুল হুদা, পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আজম খান, সহকারী সেক্রেটারি, বিশিষ্ট শিল্পপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি আব্দুল মান্নান, কার্যকরী পরিষদ সদস্য হেলাল উদ্দিন, হারুন উর রশিদ, জয়নাল আবেদীন।

আরো উপস্থিত ছিলেন দিদারুল আলম, মাস্টার সোহেল, আতাহার হোসাইন ও এনামুল হক প্রমূখ।

উল্লেখ্য, গত ০১ ফেব্রুয়ারী ২৫ পশ্চিম কেশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রাম এর উদ্যোগে প্রায় ৫ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং চার শতাধিক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়। এছাড়া, ঐখান থেকে বাছাই করা ৩০ জন চক্ষু রোগীকে গতকাল বিনামূল্যে ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video