যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি পালন করে।
গত ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে চন্দনাইশ সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, পল্লী বিদ্যুৎ সমিতি, আনসার ভিডিপি, চন্দনাইশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স।
এছাড়া সকালে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, এলডিপি, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক ছাত্রদল, অঙ্গ সংগঠন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাব রেজিস্ট্রার অফিস, কারিতাস, থানা বাজার ব্যবসায়ী সমিতি, চন্দনাইশ প্রেস ক্লাব, চন্দনাইশ সংগীত নিকেতন, গাছবাড়িয়া সরকারি কলেজ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, স্কুল এন্ড কলেজ, মেডিকেল কলেজ, গাছবাড়িয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয়, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ডিপ্লেমেসি চাকমা, কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, নির্বাচনী কর্মকর্তা মোজাম্মেল হক, চন্দনাইশ পৌর নির্বাহী কর্মকর্তা মো. মহসিন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
উপজেলা প্রশাসন: উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা অডিটোরিয়ামে ২১ এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ডিপ্লেমেসি চাকমা, ইউআরসি ইন্সট্রাক্টর জাফর সানজিদা আকতার পপির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রশ্মি চাকমা, থানা অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার প্রমুখ। পরে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চন্দনাইশ প্রেস ক্লাব: মহান একুশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এড. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মো. এরশাদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- সাংবাদিক সৈকত দাশ ইমন, আজিমশ শানুল হক দস্তগীর, শাহাদাত হোসেন, শহিদুল ইসলাম, জাকের হোসেন, আরাফাত হোসেন, মো. জিয়া উদ্দীন প্রমুখ।
পশ্চিম এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়: মহান একুশ উদযাপন উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মো. জাকের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন- শিক্ষক সুমতি দাশ, দিপিকা দাশ, ফারজানা ইয়াছমিন, বুলু আকতার, রাসেল দাশ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন, কবিতা আবৃতি, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন