ঢাকা , শুক্রবার, ২০২৫ এপ্রিল ০৪, ২১ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে জাতীয় ভোটার দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ০২, ০৫:০৩ অপরাহ্ন
#

"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এই প্রতিপাদ্যকে ধারণ করে সপ্তমবারের মতো সারাদেশের ন‍্যায় চন্দনাইশে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ মার্চ) উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে একটি র‍্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে পরিষদের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে উপজেলা কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাও. মোহাম্মদ কুতুবউদ্দিন, পৌর এলডিপির সদস্য সচিব মোহাম্মদ আকতারউদ্দিন, সাংবাদিক জাবের বিন আরজু, সৈয়দ শিবলী সাদেক কফিল।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমীর কাজী মোহাম্মদ কুতুবউদ্দিন, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, যুগ্ম সম্পাদক এম এ মুবিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, তথ‍্য সম্পাদক মোঃ হেলালউদ্দিন নীরব, সাংবাদিক আমিনুল্লাহ টিপু, ছাত্রদল নেতা অলিউল হোসেন রুবেলসহ ছাত্র প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গণ‍্যমান‍্য ব্যক্তিবর্গ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video