চট্টগ্রাম চন্দনাইশে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ই ডিসেম্বর (সোমবার) সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন এর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা,চট্টগ্রাম দুদকের উপ-পরিচালক মো.আতিকুল আলম, পল্লি বিদ্যুৎ সমিতি চন্দনাইশে ডিজিএম আবু সুফিয়ান,উপজেলা প্রকৌশলী রিয়াদ হোসেন,চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ,আবদুল মান্নান,সদস্য সাংবাদিক কমরুদ্দীনসহ সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা পর্যায়ে তিন জয়িতাকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে নারীর অধিকার প্রতিষ্ঠা ও স্বাবলম্বী হওয়া খুবই জরুরি। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে ক্রমান্বয়ে নারী নির্যাতন কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বক্তারা।
মন্তব্য করুন