চন্দনাইশ পৌরসভার দক্ষিন গাছবাড়িয়া তালুকদার পাড়ার মোহাম্মদ আজম (৪৬) রোগ যন্ত্রণায় ভোগে এবং অর্থ অভাবে চিকিৎসা করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যম গাছবাড়িয়া তালুকদার পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আজম এক বছর আগে খলঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পা ভেঙে যান। তখন তার পায়ে রড ব্যবহার করে চিকিৎসা করা হয়। দীর্ঘ এক বছর কাজকর্ম করতে না পারার ফলে তিনি আর্থিক অভাবে পড়েন। এদিকে, পায়ে যথাযথ চিকিৎসা না পাওয়ায় তিনি রোগ যন্ত্রণায় কষ্ট পেতে থাকেন।
পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে গত ৬ জানুয়ারি বিকালে তার রোগ যন্ত্রণার ও অভাবের কারণে সবার অগোচরে বিষ পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে প্রথমে বিজিসি ট্রাস্ট হাসপাতাল, পরে চমেক হাসপাতালে নিয়ে যান। কিন্তু ১৮ ঘণ্টা পর ৭ জানুয়ারি দুপুরে তার মৃত্যু হয়।
তিনি পেশায় কাঠমেস্ত্রী ছিলেন। তার এক ছেলে সিএনজি চালক এবং মেয়ে পড়াশোনা করে। ইন্সপেক্টর (তদন্ত) যুযুৎষ যশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভাবের কারণে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন