চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরুমতি খালে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে ধরে চন্দনাইশ পৌরসভাস্থ চৌধুরীপাড়া এলাকার ইলিয়াস চৌধুরীর ছেলে বালু ব্যবসায়ী ওমর ফারুককে ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
এসময় তিনি গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মধ্য দিয়ে অভিযান চালিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন।
মন্তব্য করুন