ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মে ১৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে অনুষ্ঠিত হলো স্কাউটসের কাব ৪১৯তম ওরিয়েন্টেশন কোর্স

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ মে ১৫, ০২:৫৫ অপরাহ্ন
#

চট্টগ্রাম চন্দনাইশে স্কাউটসের কাব ৪১৯তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ই মে (বৃহস্পতিবার) সকাল থেকে দিনব্যাপী উপজেলা অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ স্কাউটস চন্দনাইশ উপজেলার সহ-সভাপতি ও খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশরের সভাপতিত্বে এই ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চন্দনাইশ উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়।

বাংলাদেশ স্কাউটস চন্দনাইশ উপজেলার ইউনিট লিডার সাইফুল ইসলাম ও স্কাউটস কমিশনার মো. হাবিবুল্লাহ'র যৌথ সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন সম্পাদক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক শাফায়েত জেরিন, এডাল্ট লিডার লিমা আকতার।

উক্ত অনুষ্ঠানে কোর্স লিডার হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটার মো. সোলাইমান। প্রশিক্ষক ছিলেন স্কাউটার পূরবী বড়ুয়া, সৈয়দ মো. মোস্তাফিজুর রহমান, মাহবুবুল আলম।

এ সময় প্রধান অতিথি বলেন, “স্কাউটিং-এর প্রশিক্ষণ মানে কেবল একটি কার্যক্রম নয়, এটি একটি জীবনব্যাপী শিক্ষার প্রক্রিয়া। এর মাধ্যমে ছেলে-মেয়েরা নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে এবং সমাজের উন্নতিতে অবদান রাখতে পারে। স্কাউটিং-এর মূল লক্ষ্য হলো আনন্দ, শিক্ষা এবং সেবা — এই তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে একটি সুন্দর সমাজ তৈরি করা। স্কাউটিং নতুন প্রজন্মকে নৈতিক ও জীবনধর্মী প্রশিক্ষণ দিয়ে থাকে। এর মাধ্যমে প্রগতিশীল, সৃজনশীল গুণাবলি বিকশিত হয়। স্কাউট সদস্যরা সেবার মানে দীক্ষিত হয়ে সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলছেন। পরোপকারী হিসেবে সমাজ সেবায় বিশেষ অবদান রেখে চলেছেন তারা।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video