ঢাকা , শনিবার, ২০২৫ এপ্রিল ১২, ২৯ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশ যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে কর্নেল অলি আহমদের হুঁশিয়ারি

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৪, ০১:৩১ অপরাহ্ন
#

এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, "নির্বাচন আসলে অনেকে গরুর মতো বিক্রি হয়, তারা বেশি দূর যেতে পারে না। আমাদের সঙ্গে যারা বেইমানি করেছে, তারা ধ্বংস হয়েছে। তবে কর্মীরা আমাকে ছেড়ে যায়নি, যাবেও না—এ বিশ্বাস আমার আছে।"

গত ২২ ফেব্রুয়ারি রাতে চন্দনাইশ যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্নেল (অব.) অলি আহমদ আরও বলেন, "আমার সম্মান এখন সারা বাংলাদেশে। সম্মান থাকতে চলে গিয়ে আমার যোগ্য ছেলেকে আপনাদের হাতে দিয়ে গেলাম। হাসিনা, রেহেনা ঘরছাড়া, তার ছেলে-বউ ছাড়া, মেয়ে স্বামী ছাড়া, আর কী আছে? এর চেয়ে বড় শাস্তি আর কী হতে পারে?"

উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে চন্দনাইশ সদর কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম. এয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, অ্যাডভোকেট শাহাদৎ হোসেন।

সম্মেলনের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও মখলেছুর রহমান।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, এলডিপি নেতা আইনুল কবির, লিয়াকত আলী, অ্যাডভোকেট ইকবালুর রহমান প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video