ঢাকা , সোমবার, ২০২৪ Jun ২৪, ১০ আষাঢ় ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশ উপজেলায় বিপুল ভোটে জসিম চেয়ারম্যান নির্বাচিত,৩য় বারের মত ভাইস-চেয়ারম্যান সোলাইমানফারুকী, মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আকতার


প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ৩০, ১০:৫৩ পূর্বাহ্ন
#

৩য় দফায় ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে গতকাল ২৯ মে অনুষ্ঠিত চন্দনাইশ উপজেলা পরিষদে নাগরিক কমিটির চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীন আহমেদ (মোটর সাইকেল) ৩৮ হাজার ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আথলীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৭৪ ভোট। আহলে সুন্নাত ওয়াল জামাথয়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মাও. সোলাইমান ফারুকী (বৈদু্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে ৪৪ হাজার ৭শ ১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রূপম দেব (উড়োজাহাজ) প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ২শ ১৯ ভোট, আথলীগ সমর্থিত অপর প্রার্থী একরাম হোসেন (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৫৩০ ভোট।

বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় খালেদা আকতার চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করেন।

উল্লেখ্য যে, চন্দনাইশে ৬৮ কেন্দ্রে ১ লক্ষ ৯১ হাজার ৬০৭ জন ভোটারের মধ্যে, ৬০ হাজার ৭১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলে চন্দনাইশে ৩১.৮৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video