চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে কর্মরত উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আফছার চৌধুরীকে বদলি করা হয়েছে। প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি ৬ জানুয়ারি তারিখে স্বাক্ষরিত।
এ বিষয়ে চট্টগ্রাম এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দীন বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশ অনুযায়ী, চন্দনাইশ উপজেলার প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আফছার চৌধুরীর নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলা।
মুহাম্মদ জুনাইদ আফছার চৌধুরী ২০২১ সালের ১১ অক্টোবর চন্দনাইশে যোগদান করেন এবং প্রায় ৩ বছর ৩ মাস সেখানে দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন