চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া সরফভাটা এলাকায় সন্ত্রাসীদের হামলায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার জঙ্গল সরফভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সরফভাটা ৪নং ওয়ার্ডের মৃত বজলু আহমেদের ছেলে নেয়াম উল্লাহ (৩৮) ও একই এলাকার আব্দুস সোবহানের ছেলে তোফায়েল আহমেদ (৪৫)।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে পাহাড়ের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে নেয়াম ও তোফায়েলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘খবর পেয়েছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন