নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : সোমবার, ২০২০ আগস্ট ২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
#
স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না করায় চট্টগ্রামের ৩৮টি ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া আরও ৮টি বেসরকারি হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্রও চেয়েছে প্রতিষ্ঠানটি।
পরিবেশ অধিদপ্তের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নুরুল্লাহ নুরী জানান, এসব প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পরমাণু শক্তি কমিশনসহ বিভিন্ন সংস্থার লাইসেন্স পরিবেশ অধিদপ্তরে জমা দিতে হয়। কিন্তু চিঠি দেওয়ার পরও এই ৩৮ প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নবায়ন করেনি। তাই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাতিল করে তাদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (২৩ আগস্ট) ছিলো বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার সমূহের লাইসেন্স নবায়নের শেষ দিন। বাংলাদেশে করোনাভাইরাস মহামারির মধ্যে স্বাস্থ্য খাতে নানা ধরণের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। দেখা যায়, করোনাভাইরাস চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালেরও লাইসেন্স নাই। বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার সমূহের অনিয়মের লাগাম টানতে গত ৮ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য করুন