ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ২৩, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সাধারণ মানুষের ত্রাস এসআই হেলাল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ জুলাই ১৯, ০৯:৩৮ পূর্বাহ্ন
#
এসআই হেলালের বিরুদ্ধে স্পেশাল টিমের নামে নানা অপকর্মের অভিযোগ। জমি দখলের পাশাপাশি মামলার ভয় দেখিয়ে টাকা আদায় ছিল তার কৌশল। চট্টগ্রামের ডবলমুরিং থানার সাব ইন্সপেক্টর হেলাল খানের বিরুদ্ধে কথিত স্পেশাল টিমের নামে জমি দখল, মামলায় জড়ানোর ভয় দেখিয়ে বিভিন্নজনের টাকা আদায়ের বিস্তর অভিযোগ। মা-বোন লাঞ্ছিত হওয়ার ঘটনায় সালমান ইসলাম মারুফের আত্মহত্যার পর ভুক্তভোগী অনেকেই এখন এসআই হেলালের বিরুদ্ধে অভিযোগ করছেন। মা-বোনকে লাঞ্ছিত করার পর যুবকের আত্মহত্যা। এ ঘটনার পর চট্টগ্রামের ডবলমুরিং থানার এসআই হেলাল খান সম্পর্কে খোঁজ নিতে গিয়ে মিলছে এরকম আরও অনেক অভিযোগ। অভিযোগ- বিশেষ অভিযানের নামে কথিত সোর্সদের সাথে নিয়ে ইউনিফর্ম ছাড়াই পুরো এলাকা চষে বেড়াতেন এসআই হেলাল। তার সাথে সব সময় দেখা যেতো তার কথিত সোর্স ১৫ মামলার আসামি শুপাড়ি পাড়ার চান্দু, টিটু, সোহাগ, মেহেদী, টোকাই রুবেলকে। হেলাল সাময়িক বরখাস্ত হওয়ার পর মুখ খুলেন কয়েকজন ভুক্তভোগী। জমি কিনেও দখল পাচ্ছেন না সাবেক সিভিল সার্জন ই.আর. আলী চৌধুরী। তারও অভিযোগ এসআই হেলালের বিরুদ্ধে। তিনি বলেন, রাতের বেলায় হেলাল তাদের মেরে আমার জায়গা আরেকজনকে জায়গা বুঝিয়ে দিয়েছে। পরে আবার আমাকে বলে আপনার জায়গা ঠিকই আছে। খোঁজ নিয়ে জানা গেছে- হেলালের কথিত স্পেশাল টিমে পুলিশের আরও কয়েকজন সদস্য ছিলেন। তাদের একজন এসআই রাজীব, বায়েজিদ থানায় থাকাকালে তেল চুরি ও বিদেশি নাগরিককে মদ দিয়ে ফাঁসানোর অভিযোগে সাময়িক বরখাস্তও হন। মারুফ আত্মহত্যার ঘটনায় প্রথম তদন্ত কমিটি প্রতিবেদন দিতে না পারায় নতুন করে তিন সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। সিএমপি গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেন, এলাকাবাসী যে দাবিগুলো করছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী তার যে শাস্তির বিধান আছে তাকে সেই শাস্তিই দেয়া হবে। বরখাস্ত হওয়ার পরও এখনো থানায় অবস্থান করছেন অভিযুক্ত ব্যক্তি।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video