বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম-১৩) আসনের মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, "আমাদের সামনে রোজা স্বাগত জানাচ্ছে। রমজানের শিক্ষায় আমাদের দেশ ও নিজেকে পরিচালনা করতে হবে। এই পবিত্র রমজানের বদরের যুদ্ধের অনুপ্রেরণায় দ্বীন কায়েমের আমাদের শপথ নিতে হবে।"
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চাতরী চৌমুহনী এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "সরকারকে আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য সহনীয় করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। রমজানের পবিত্রতা রক্ষায় কাজ করতে হবে।" এ সময় তিনি জামায়াতের শীর্ষ নেতা এটিএম আজহারের দ্রুত মুক্তি দাবি করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পশ্চিমের ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হাসান খোকা, সহকারী সেক্রেটারি নাছির উদ্দীন শাহ্, বায়তুলমাল সেক্রেটারি মাস্টার শহীদুল্লাহ্, উপজেলা কর্ম পরিষদের সদস্য আতিক জামালী, চট্টগ্রাম জেলা পশ্চিমের ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক আমির উদ্দীনসহ উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
এর আগে বিকেল ৫টায় রমজানকে স্বাগত জানিয়ে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যলয় থেকে মিছিলটি শুরু হয়ে কালাবিবির দিঘির মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মন্তব্য করুন