ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ২৩, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আরও ৭৩ জন করোনায় আক্রান্ত, মোট ১৫০৬৪

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ আগস্ট ০৯, ১২:৩৭ অপরাহ্ন
#
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৫ জন নগর ও ০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৫০৬৪ জন। আজ রবিবার (৯ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে দুইজন ও উপজেলায় ১ জন করোনায় মারা গেছেন; সুস্থ হয়েছেন ৬৯ জন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ০৭ জন, সিভাসুতে ০৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩১ জন, শেভরণ ল্যাবে ০০ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি আরও বলেন, শনিবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৪১৮ টি। এর মধ্যে ১১৬ টি বিআইটিআইডিতে, ৩৫ টি সিভাসুতে, ৮৪ টি চমেকে, ৩০ টি চবিতে, ১৫৩ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ০০ টি শেভরণ ল্যাবে এবং ০০ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৮ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ১, বাঁশখালীর ১, চন্দনাইশের ১, সন্দ্বীপে ১, মিরসরাইয়ে ১ ও সীতাকুণ্ডে ১ জন রয়েছেন। উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৪৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ১৩০ জন।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video