ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ২৩, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আরও ১৪৮ জন করোনায় আক্রান্ত, মোট ১৩৩৪৬

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ জুলাই ২৩, ১০:৪৪ পূর্বাহ্ন
#
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১৬ জন নগর ও ৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৩৩৪৬ জন। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজন মারা গেছেন; সুস্থ হয়েছেন ৬৩ জন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২২ জন, সিভাসুতে ০৭ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৯ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২ জন, শেভরণ ল্যাবে ২৭ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি আরও বলেন, বুধবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ১০৭৮ টি। এর মধ্যে ৩৭০ টি বিআইটিআইডিতে, ১৮৬ টি সিভাসুতে, ১৬১ টি চমেকে, ১৪১ টি চবিতে, ১১১ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ১০০ টি শেভরণ ল্যাবে এবং ০৯ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩২ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ২, বাঁশখালীর ২, পটিয়ার ২, বোয়ালখালীর ৩, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ৯, ফটিকছড়ির ১, হাটহাজারীর ৪, সীতাকুণ্ডের ১, সন্দ্বীপের ১ ও মিরসরাইয়ের ২ জন আছেন। উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৭৪০ জন।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video