ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ০২, ১৯ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-১৪ আসনে এমপি পদপ্রার্থী ডাঃ শাহাদাৎ হোসেনের মানবিক উদ্যোগ

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ১৬, ০১:২৭ অপরাহ্ন
#

চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ডের মধ্যম গাছবাড়ীয়া তালুকদার পাড়ার মৃত সমশুল আলমের স্ত্রী সাকারা বেগমকে বসবাস অনুপযোগী ঘর পুনর্নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ পৌরসভা।

উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ শাহাদাৎ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা জামায়াতের আমির মৌলানা কাজী কুতুব উদ্দিন, বায়তুলমাল সম্পাদক আবদুর রহিম, খাঁনহাট ব্যবসায়ী ইউনিটের সেক্রেটারি ডাঃ মাহবুল আলম এবং তালুকদার পাড়া ইউনিটের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

এ সময় ডাঃ শাহাদাৎ হোসেন বলেন, "সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যাতে কেউ অনাহারে না থাকে। মানুষের পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে।"

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video