ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ সেপ্টেম্বর ১১, ২৭ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক বাজেট (২০২৪-২৫)

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ মে ১৫, ০৫:৫২ অপরাহ্ন
#

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক বাজেট (২০২৪-২৫) আলোচনা সভা টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.  রেজাউল করিম চৌধুরী। 

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট নিয়ে মতামত দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের সাবেক প্রফেসর ড. জ্যোতি প্রকাশ দত্ত, সিআরসি, আই সি এ বি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, এফসিএ,  সিআরসি, আই সি এ বি সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা, এফসিএ, চবি ফাইন্যান্স বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সালেহ জহুর, মোহাম্মদ এরাদত উল্লাহ, এফ সি এ, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট উমর হাজ্জাজ, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন।

সভায় উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, প্রধান শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম,  প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানাসহ কর্মকর্তাবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video