ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ সেপ্টেম্বর ১১, ২৬ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে শহিদ কিশোর মুক্তিযোদ্ধা সৈয়দ সাইফুল ইসলামের শোকসভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশিত : শুক্রবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৩, ০৫:০১ অপরাহ্ন
#

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহিদ সৈয়দ সাইফুল ইসলামের বীরত্বগাথা জাতি আজীবন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। তিনি একাধারে একজন কিশোর ও মেধাবী ফুটবলার হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা অনন্য ও বীরত্বপূর্ণ। মহান মুক্তিযুদ্ধে কিশোর মুক্তিযোদ্ধাদের সাহসীপূর্ণ অবদান স্বাধীনতার পথ ত্বরান্বিত ও বেগবান করে। চট্টগ্রাম নাগরিক ফোরামের আয়োজনে শহিদ কিশোর মুক্তিযোদ্ধা সৈয়দ সাইফুল ইসলামের শোকসভায় বক্তারা একথা বলেন।

চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কিশোর মুক্তিযোদ্ধা, তৎকালীন জাতীয় যুব ফুটবলে চট্টগ্রাম দলের ও চট্টগ্রাম বিভাগের কৃতী ফুটবলার শহিদ সৈয়দ সাইফুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল গত ১৯ ফেব্রুয়ারি বিকাল ৫টায় নগরের মোমিন রোডের বঙ্গবন্ধু ভবনের বৈঠকখানা হলে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরিবারবর্গের চেয়ারম্যান ও জননেতা জহুর আহমেদ চৌধুরীর সন্তান, আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিল্পী সমিতির সভাপতি নজরুল ইসলাম মাহমুদ, বিশিষ্ট লেখক ও কবি জামশেদ উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমন্বয়ক স ম জিয়াউর রহমান ।

সভায় বক্তারা আরও বলেন, আজকের তরুণ প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের কথা ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা তুলে ধরতে হবে। যতবেশি মহান মুক্তিযুদ্ধের অবদান ও বীরত্বগাথা প্রজন্মের কাছে তুলে ধরা যাবে, ততবেশি জাতি সমৃদ্ধ হবে। 

সভায় বক্তব্য রাখেন আলমগীর চৌধুরী, মাসুদ খান, ইকবাল হোসেন জিকু, মোহাম্মদ নুর, শারমিন আকতার, জসিমুল হক চৌধুরী, রোসনা বেগম পলি, খুশি নিরব, মোহাম্মদ এমরান, মাসুদ রানা।

স্মরণসভা শেষে শহিদ সৈয়দ সাইফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video