ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ০১, ১৭ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

খাগড়াছড়িতে নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে বিক্ষোভ, মানববন্ধন

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ২২, ০১:১৫ অপরাহ্ন
#

খাগড়াছড়িতে আজ ২১ মার্চ, সকালে সারাদেশে ধর্ষণের সুষ্ঠু বিচার নিশ্চিতকরণ ও নারীর প্রতি সবধরনের সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি)

সকালে খাগড়াছড়ির শহরের শাপলা চত্বরে থেকে প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল বের হয়।
পরে শহরের কেন্দ্রস্থলে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থী, নারীবাদী সংগঠন ও স্থানীয় জনগণ।
অংশগ্রহণকারীরা নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, দ্রুত বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আন্দোলন করেন।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক উক্য মারমা বলেন, "আমাদের সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতার ক্রমবর্ধমান হার দুঃখজনক। এই অবস্থা বদলানোর জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

এসময় অন্যান্য বক্তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সমাজে নারী ও শিশুর নিরাপত্তা রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে কর্মসূচিটি শেষ হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video