ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের অনুদানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমে নতুন শক্তি

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ২২, ১২:৩৬ অপরাহ্ন
#

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা সম্প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উন্নয়ন এবং তাদের কার্যক্রমকে গতিশীল করতে একটি গুরুত্বপূর্ণ অনুদান প্রদান করেছেন।

গত ১৯ মার্চ, বুধবার সকালে ঢাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোঃ সোহেল মিয়ার হাতে আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেন।

চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে এবং এটি ফাউন্ডেশনের শহীদ স্মৃতি সংরক্ষণ ও সামাজিক সহায়তা কার্যক্রমকে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। ফাউন্ডেশনের কর্মকর্তারা তার এই উদারতা এবং দায়িত্বশীলতার জন্য ধন্যবাদ প্রকাশ করেছেন।

অতীত স্মৃতির আলোকে ভবিষ্যৎ নির্মাণে এই উদ্যোগটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে সবার আশাবাদ।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো সমাজের সকল নাগরিকের দায়িত্ব এবং এই বিষয়ে বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানান।

এ দেশ আমাদের সকলের উল্লেখ করে সবাই শান্তি, সম্প্রীতি ও দেশের উন্নয়নের স্বার্থে এক হয়ে কাজ করার অনুরোধও জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video