ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ১৬, ২ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

কেইপিজেডে বড় বিনিয়োগের সম্ভাবনা, পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ০৮, ১২:২৩ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী উপজেলায় অবস্থিত কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) অব্যবহৃত জমিতে সম্ভাব্য বিনিয়োগ নিশ্চিতে পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। বাংলাদেশে সবচেয়ে বড় পরিবেশবান্ধব ইপিজেড হলো এই কোরিয়ান কেইপিজেড।

সোমবার (৭ এপ্রিল) সকালে কোরিয়ান কোম্পানি ইয়াং ওয়ানের আমন্ত্রণে তারা ইপিজেডের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন এবং বর্তমান বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন। বিদেশি বিনিয়োগকারীদের এই পরিদর্শনে আশাবাদী কেইপিজেড কর্তৃপক্ষ, তাদের প্রত্যাশা এখানে বড় ধরনের বিনিয়োগ আসবে।

কেইপিজেড সূত্রে জানা যায়, প্রায় আড়াই হাজার একর জায়গার এই ইপিজেডে বর্তমানে ৮ শতাধিক একর জায়গায় ৪৮টি ভবনে ১৫টি কারখানা উৎপাদনে রয়েছে। পুরো ৪৮ হাজার একরের মধ্যে ৫২ শতাংশ জমি বনায়ন, পানি ও পরিবেশ সংরক্ষণের জন্য রাখা হয়েছে। বাকি ৪৮ শতাংশ জমির মধ্যে একশ একর জায়গায় হাইটেক পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

ইপিজেডের এক কর্মকর্তা জানান, আমরা একটি অপারেশনাল ইপিজেড, এবং প্রাইভেট সেক্টরে এটি একমাত্র ইপিজেড। এখানে বর্তমানে ১৫ জন বিনিয়োগকারী রয়েছেন। নতুন বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা ও পরিবেশ দেখানোর উদ্দেশ্যেই এই পরিদর্শনের আয়োজন করা হয়েছে। পরিদর্শনের ভিত্তিতে তারা বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও জানান, বর্তমানে যতগুলো কারখানা রয়েছে, ভবিষ্যতে তার চেয়েও বেশি সংখ্যক কারখানা স্থাপন করা সম্ভব। ঢাকায় সামিটে অংশ নেওয়া কোরিয়ান বিনিয়োগকারীদের ইয়াং ওয়ানের তত্ত্বাবধানে কেইপিজেডে আনা হয়েছে, ভবিষ্যতে আরও অনেক বিনিয়োগকারী আসবেন।

বেজার প্রধান পরামর্শক মো. আবদুল কাদের খান বলেন, বিনিয়োগকারীদের এখানকার কারখানাগুলোর কার্যক্রম এবং সম্ভাবনাময় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সুবিধা সম্পর্কে জানানো ও দেখানো হচ্ছে। তিনি বলেন, “আশা করছি তারা ভালো কিছু দেখছেন। এখানে পরিদর্শনের প্রধান উদ্দেশ্য হলো বিনিয়োগকারীরা বাস্তব পরিস্থিতি সরাসরি দেখে বিনিয়োগে উদ্বুদ্ধ হোন।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video