আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন এর লক্ষ্যে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এসময় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার ওসি মো মাসুদ সহ জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা প্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় সরকার নির্দেশিত কর্মসূচি অনুযায়ী কাপ্তাইয়ে জাতীয় দিবস উদযাপন এর সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্তব্য করুন