ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

কাউখালীতে কৃষক দলের সমাবেশে বিএনপির নেতাদের উপস্থিতি

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি।
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ২৬, ০৫:৩৫ অপরাহ্ন
#

বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষক দল কাউখালী উপজেলা শাখার আয়োজনে এক কৃষক সমাবেশ গতকাল শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ২ টায় বেতবুনিয়া ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হয়।
কৃষকদল আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা কৃষক দলের সভাপতি মো. শওকত হোসাইন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন বিএনপি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) এ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব সাবেক মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়া, জেলা কৃষক দলের সভাপতি অলক প্রিয় রিংকু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবুল, জেলা বিএনপির উপদেষ্টা ছৈয়দুল আলম মেম্বার (সাবেক)।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি সাজাইমং মারমা, জেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি মমিনুল করিম, বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনসহ আরো অনেকে। এ সময় কৃষক সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীরা সমাবেশে বিভিন্ন স্লোগানের সাথে বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন সম্বলিত ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video