চট্টগ্রামের কর্ণফুলীতে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের রহস্যের জট খুলেছে। পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। টাকা মেরে দিতে অফিস সহকারী সেলিম (৩৩) সাজিয়েছিলেন ‘ছিনতাই নাটক’। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। মামলার পর তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রোববার (৬ এপ্রিল) বিন হাবিব বিডি লিমিটেডের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. সালেহ নুর ওরফে সাজ্জাদ (৪৪) বাদী হয়ে মামলাটি করেন।
গ্রেপ্তার সেলিম কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তমিজ ফকির বাড়ির বাসিন্দা। তিনি বিন হাবিব বিডি লিমিটেডের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সরকারি ছুটির দিন ৪ এপ্রিল এবং পরদিন ৫ এপ্রিল স্থানীয় বিভিন্ন বিক্রয় পয়েন্ট থেকে টাকা সংগ্রহ করেন সেলিম। হাবিব ফোন করলে সেলিম জানান, টাকা ছিনতাই হয়ে গেছে।
এদিকে ঘটনার পর কোম্পানির কর্মকর্তারা তদন্ত করে জানতে পারেন ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। সেলিম টাকা আত্মসাৎ করতে সাজিয়েছেন ছিনতাইয়ের নাটক।
প্রাথমিকভাবে তিনি টাকাগুলো ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে আর পরিশোধ করেননি। ঘটনার পর পুলিশ সেলিমকে আটক করে এবং কোম্পানির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, টাকা আত্মসাৎ করতে ছিনতাই নাটক সাজিয়েছিলেন সেলিম। কোম্পানির করা মামলা নং -০৩ পেনলকোড ৪০৮.৪০৬.৪২০ মূলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন