চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম আদালত ভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত জাবেদ কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মনির আহমেদ চেয়ারম্যানের বাড়ির মৃত শওকত আলী চৌধুরীর পুত্র। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগ রয়েছে।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গ্রেফতারকৃত জাবেদকে চট্টগ্রাম কোতোয়ালি থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তাকে কোতোয়ালি থানায় প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন