ঢাকা , রবিবার, ২০২৪ মে ১৯, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে নিবন্ধিত জেলেদের আইডি কার্ড বিতরণ

কর্ণফুলী প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ২০, ০১:১৭ অপরাহ্ন
#

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা উপজেলা প্রশাসন ও  উপজেলা  মৎস্য অধিদপ্তরে আয়োজনে নুতন নিবন্ধিত জেলেদের মাঝে  আইডি কার্ড বিতরণ করা হয়।

শুক্রবার(১৯ এপ্রিল ) সকাল ১০ ঘটিকায় কর্ণফুলী উপজেলা মিলায়তনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে সঞ্চালনায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত সভাপতিত্বে,আইডি কার্ড বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি ফারুক চৌধুরী।

সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট এর আওতায় নতুন নিবন্ধিত জেলেদের মাঝে নতুন ৭৯৫জন জেলের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।

বিতরণ  অনুষ্ঠানে  উপজেলা সরকারি কর্মকর্তা ও মৎস্যজীবী ও স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান আজ আমরা সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট এর আওতায় নতুন জেলেদের মাঝে ৭৯৫টি আইডি কার্ড বিতরণ করেছি পূর্বে ৪শত জন জেলে মাঝেআইডি কার্ড বিতরণ করতে সক্ষম হই।

কর্ণফুলী উপজেলার চতুর্দিকে নদীর ঘেরাও একনান্দনিক উপজেলা অধিকাংশ জনসাধারণ তাদের জীবন নির্বাহ করে মৎস্য চাষাবাদ ও মৎস্য শিকার করে।

কর্ণফুলী উপজেলা ৫টি ইউনিয়ন শিকলবাহা ১৩৮ বড় উঠান ১৭৪ জুলধা ২৪১ চরপাথরঘাটা ১৪৬ ও চরলক্ষ‍্যা ইউনিয়নে ৯৬জন জেলে মাঝে নতুন  আইডি কার্ড বিতরণ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video