ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৭ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা পেয়ার আহমদ গ্রেপ্তার

মুহাম্মদ ওসমান হোসেইন, কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ১০, ০২:৩৬ অপরাহ্ন
#

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চরপাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি পেয়ার আহমদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে ৭.৩০ মিঃ কর্ণফুলী থানা পুলিশ বিশেষ অভিযানে কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেয়ার আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত পেয়ার আহমদ চরপাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ডের হাবিলদার বাড়ি সাবেক চেয়ারম্যান ছাবের আহমদের বাড়ির পাশের কবির আহমেদ ও আলমাছ খাতুনের পুত্র বলে নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। তিনি আরও জানান, চান্দগাঁও থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং উক্ত থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় নাশকতার অভিযোগ রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video