কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দারকে শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভী পাড়া নিমতলা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন আত্মগোপনে থাকা নাজিম উদ্দিন হায়দারকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
গ্রেফতারকৃত নাজিম উদ্দিন হায়দার কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি। এর আগে তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। জানা যায়, তিনি শেখ হাসিনার দেশত্যাগের সময় থেকে আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নাজিম উদ্দিন হায়দারের বিরুদ্ধে গত ৪ আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার আন্দোলনের সময় নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। মামলায় প্রমাণ হিসেবে ভিডিও এবং ছবি উপস্থাপন করা হয়েছে।
গ্রেফতারের পর নাজিম উদ্দিন হায়দারকে চট্টগ্রাম কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ শরীফ।
মন্তব্য করুন