ঢাকা , সোমবার, ২০২৪ মে ১৩, ৩০ বৈশাখ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী চট্টগ্রাম বন্দরের হার্ট, এ নদী আমাদের মায়ের মত- বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ এপ্রিল ২৫, ১০:২৩ পূর্বাহ্ন
#

চট্টগ্রাম বন্দরের ১৩৭তম বন্দর দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার ১২টায় বন্দর ভবন চত্বরে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। ওই সভায় বন্দরের বিগত দিনের সাফল্য ও উন্নয়নমূলক কার্যক্রমের তথ্যাদি তুলে ধরা হয়।

নিরাপদে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে এমভি আবদুল্লাহ জাহাজটি মুক্ত হওয়ায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের আন্তরিকতা, বাংলাদেশের কূটনৈতিক তৎপরতায় এটি সম্ভব হয়েছে এটা একটা ভালো দিক  ।

বুধবার (২৪ এপ্রিল) ১৩৭তম বন্দর দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় আমরা আমাদের জলসীমা নিরাপদ রেখেছি। চট্টগ্রাম বন্দর নিরাপদ। বন্দরে বিদেশি বিনিয়োগ আসলে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। তথ্যপ্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়বে। 

কর্ণফুলী দখল দূষণ প্রসঙ্গে তিনি বলেন, কর্ণফুলী চট্টগ্রাম বন্দরের হার্ট। এ নদী আমাদের মায়ের মতো। নদী খনন, বর্জ্য অপসারণ নিয়মিত করে যাচ্ছি। নিজস্ব ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালানো হচ্ছে। বর্জ্য ঠেকাতে বন্দরের পক্ষ থেকে খালের মুখে নেট বসিয়ে দেওয়া হবে।  তবে এককভাবে কারও পক্ষে নদী রক্ষা সম্ভব নয়। বন্দরের অনেক চ্যালেঞ্জ থাকে।

বন্দর চেয়ারম্যান  আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ও মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রির বলিষ্ট নেতৃত্বে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ বাংলাদেশের সমুদ্রপথে বহিবানিজ্য সুষ্ঠুভাবে সম্পন্ন করত এর গুনগত মান উত্তোরত্তর বৃদ্ধি করে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ অর্জন সহ এসটিজি লক্ষমাত্রা অর্জনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।   এসময় বন্দর কতৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন প্রিন্ট   ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video