ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী উপজেলার কিলপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭টি পরিবার নিঃস্ব

মুহাম্মদ ওসমান হোসেইন, কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ৩০, ০১:০৫ অপরাহ্ন
#

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের কিলপাড়া এলাকায় ১৭টি পরিবারকে নিঃস্ব করে দিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ড। ২৯ জানুয়ারি, বুধবার বিকাল ৪টার দিকে কিলপাড়া পরভীন কলোনির ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে কেয়ারটেকার টিপু আহত হন। অগ্নিকাণ্ডের সূত্রপাত গ্যাসের চুলা থেকে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত তাসলিমা আক্তার জানান, প্রতিদিনের মতো সকালে তিনি কাজ করতে যান, তবে বিকালে স্বামীর ফোন পেয়ে এসে দেখেন তার বাসা আগুনে পুড়ে যাচ্ছে। ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

কর্ণফুলী মর্ডান ফায়ার সার্ভিসের ইনচার্জ সাঈদুজ্জামান বলেন, "আগুনের খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।"

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video