ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৮ অগ্রহায়ণ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানে ৮ হাজার অর্থ জরিমানা

কর্ণফুলী প্রতিনিধি.চট্টগ্রাম।।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ নভেম্বর ১৯, ০৩:২৩ অপরাহ্ন
#

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় মইজ্জ্যাটেক এলাকায় কর্ণফুলী উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করে।

 ১৮ নভেম্বর (সোমবার) বেলা ১টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত,পরিবেশন এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় আল্লাহর দান ভাত ঘর এন্ড বিরিয়ানি হাউজকে ৩ হাজার টাকা এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ভাগিনা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মাসুমা জান্নাত,অভিযান পরিচালনাকালে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি না করার জন্য ও মূল্যতালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

উক্ত  অভিযানে সহযোগিতা করেন কর্ণফুলী থানা পুলিশ(সিএমপি) ও আনসার সদস্য উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বিষয়ে তিনি আরও বলেন নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে,এবং ২ প্রতিষ্ঠানকে ২টি ধারায় ৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেন তিনি জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video