ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ২৩, ১০ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে র্যাবের হাতে ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ Jun ২৮, ০৫:৫৭ অপরাহ্ন
#
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ খালেদা (২৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব ১৫। আটক খালেদা হ্নীলা ইউনিয়নের নয়া পাড়ার বাসিন্দা নুরুল আলমের মেয়ে। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোঃ শেখ সাদী। রবিবার ২৮ জুন সকাল ১১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কিছু কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ব্রাক অফিসের সামনে রাস্তার উপড় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব ১৫ এর একটি চৌকশ অভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে র্যাব সদস্যরা ধাওয়া করে একজন নারী মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আব্দুল্লাহ মোঃ শেখ সাদী বলেন, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনানুগ প্রক্রিয়া শেষ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video